Breaking News

জেনে নিন: কী বোর্ডের ফাংশন কি কোনটির কী কাজ



জেনে নিন: কী বোর্ডের ফাংশন কি কোনটির কী কাজ


F1: বেশির ভাগ ক্ষেত্রে এটি হেল্প বাটন হিসেবে ব্যবহার করা হয়। ইউন্ডোজকে সেফ মোডে অন করতে ব্যবহার করা হয়।
F2: কোন ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন অথবা রিনেইম এর ক্ষেত্রে এই বাটন কাজ করে। ইউন্ডোজ চালুর সময় বায়োসে প্রবেশ করতে ব্যবহার করা হয় এই বাটনটি।
F3: ইউন্ডোজ ডেস্কটপের ক্ষেত্রে এই বাটন সার্চের কাজ করে।
F4: Active window বন্ধ করতে এই বাটন (Alt+f4) ব্যবহার করা হয়। ইউন্ডোজ এক্সপ্লোরার বা ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে এই বাটন এড্রেস বার খোলার কাজ করে।
F5: Refresh  এর কাজ করে।
F6: কিছু কিছু ক্ষেত্রে এই বাটন দিয়ে ভলিউম কমানো যায়। ব্রাউজারে ওয়েব এড্রেস সিলেক্ট করতে এটি ব্যবহৃত হয়।
F7: মাইক্রোসফট ওয়ার্ডে বানান ও ব্যাকরণ চেক করার জন্য ব্যবহার হয়। কিছু কিছু ক্ষেত্রে ভলিউম বাড়ানোর কাজ করে।
F8: ইউন্ডোজ রিকভারি সিস্টেম কিছু কিছু ক্ষেত্রে শুরু করা যায়। ইউন্ডোজ সেফ মোডে ওপেন করতে এই বাটন ব্যবহার করা হয়।
F9: MicroSoft Word এ এই বাটন রিফ্রেশ এর কাজ করে।
F10: Active Window তে এটি দিয়ে মেন্যু বার খোলা যায়।

ভালো লাগলে শেয়ার, কমেন্টস ও লাইক করতে ভুলবেন না।

কোন মন্তব্য নেই