বাংলা গদ্যের জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
বাংলা গদ্যের জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং বাংলা গদ্যের জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর ১৮২০খ্রি: ভারতের মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি ১৮৯১ খ্রি: সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ২৬ জুলাই ১৮৬৫ খ্রি: তাঁর প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। তার পুত্র নারায়ণ চন্দ্র ১৮৭০ সালে একজন বিধবাকে বিবাহ করেন। বর্ণ পরিচয়ের এই মহান লেখক বাংলা গদ্যে প্রথম যতি বা বিরাম চিহ্নের ব্যবহার করেন। তিনি ১৬ টি যতি চিহ্নের প্রবর্তক। ১৮৯১ সালের ২১শে জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থের নাম: ব্যাকরণ কৌমুদী, ১ম অনুবাদ গ্রন্থ বেতালপঞ্চবিংশতি (হিন্দি বেতালপেচিসি থেকে অনুদিত), শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ), সীতার বনবাস (ভবভূতির উত্তররাম চরিত নাটকের প্রথম অঙ্ক ও রামায়নের উত্তর কান্ডের অনুবাদ), ভ্রান্তিবিলাস (শেক্সপিয়রের কমেডি অব এররস এর কাহিনী) বিদ্যাসাগরের ‘প্রভাবতী সম্ভাষণ’ বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গ্রন্থ।

কোন মন্তব্য নেই