Simple methods of encouraging everyone to plant।।বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করার সহজ পদ্ধতি
বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করার সহজ পদ্ধতি
Simple methods of encouraging everyone to plant
Simple methods of encouraging everyone to plant
বৃক্ষ আমাদের উপকারী বন্ধু। বৃক্ষ পরিবেশের সৌন্দর্য বর্ধন করে। প্রাকৃতিক দূর্যোগ হতে জীবন ও সম্পদ রক্ষা করে। বৃক্ষ মাটির ক্ষয় রোধ করে, পরিবেশকে মরুভূমি হতে রক্ষা করে। বৃক্ষ আমাদের প্রাণরক্ষাকারী অক্সিজেন দেয়। তাই বৃক্ষকে প্রাণের অগ্রদূত হিসেবে অভিহিত করা হয়।
বৃক্ষরোপনে নিম্ন পদক্ষেপগুলো গ্রহণ করলে কেমন হয়:
১. যেকোন শুভ অনুষ্ঠান শুরু করা হতে পারে বৃক্ষরোপনের মাধ্যমে।
২. বিভিন্ন দিবসগুলোতে বৃক্ষরোপন বাধ্যতামূলক করা যেতে পারে।
৩. সরকারী যেকোন সুবিধা পাওয়ার পূর্ব শর্ত হতে পারে প্রতিটি সেবার জন্য নূন্যতম একটি নতুন চারাগাছ রোপন
এবং পরিচর্যা করা।
৪. যেকোন চুক্তি একটি বৃক্ষ রোপনের মাধ্যমে সম্পাদন করা যেতে পারে।
৫. টিআর/খাবিকা এই রকম সকল বরাদ্দে বাধ্যতামূলক নির্দিষ্ট অংশ ব্যয়ের মাধ্যমে বৃক্ষরোপন এবং পরিচর্যার বাস্তবায়ন করা যেতে পারে।
৬. সরকারী/বেসরকারী যেকোন সনদ গ্রহণের পূর্বে বৃক্ষরোপন বাধ্যতামূলক হিসেবে শর্ত দেয়া যেতে পারে। যেমন: জন্ম নিবন্ধন-------
৭. সকল স্তরের ছাত্র-ছাত্রীদের একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে নতুন শ্রেণিতে ভর্তি করা যেতে পারে।
৮. সকল ব্যবসায়ীদের যেকোন লোন উত্তোলনের পূর্বে বৃক্ষরোপন পূর্ব শর্ত দেয়া যেতে পারে।
৯. যেকোন চাকুরীজীবী পদন্নতির পর একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে নতুন পদে যোগদানের ব্যবস্থা করা যেতে পারে।
১০. যেকোন সরকারী/বেসরকারী সফরের পূর্বে একটি চারা গাছ রোপনের মাধ্যমে সফরের কার্যক্রম শুরু করা যেতে পারে।
১১. রাষ্ট্রীয় অথবা যেকোন গুরুত্বপূর্ণ পুরস্কারের সাথে একটি চারাগাছ বিতরণ করা যেতে পারে।
১২. বৃক্ষরোপন দিবসকে শুধুমাত্র অফিস কক্ষে বা মেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সর্বজনীন করার পদক্ষেপ নেয়া যেতে পারে।
১৩. যেকোন প্রকার ইজারা/লীজ একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে শুরু করা যেতে পারে।
১৪. যেকোন নতুন সিনেমা হলে প্রদর্শনের পূর্বে একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে প্রদর্শনী শুরু করা যেতে পারে।
১৫. যেকোন আবাসিক এলাকা/সিটি একটি বনায়ন অঞ্চল করার মাধ্যমে অনুমোদন দেয়া যেতে পারে।
১৬. পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/অনার্স/মাস্টার্স অথবা সমমান পরীক্ষার সনদ বিতরণ অনুষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে শুরু করা যেতে পারে।
১৭. নেতা কর্মীদের যেকোন সভা একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে শুরু করা যেতে পারে।
১৮. বড়-ছোট যেকোন প্রতিষ্ঠান তাদের নতুন পন্য বাজারজাত একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে শুরু করা যেতে পারে।
১৯. যেকোন শপথ একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে।
২০. সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান/আলোচনা একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে শুরু করা যেতে পারে।
২১. যেকোন আনন্দ ভ্রমণ একটি নতুন চারা গাছ রোপনের মাধ্যমে শুরু/শেষ করা যেতে পারে।

কোন মন্তব্য নেই