Breaking News

বিশ্বজয়ী পাঁচ বাংলাদেশি

বিশ্বজয়ী পাঁচ বাংলাদেশি

 



বাংলাদেশের তরুণরা এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্ব পরিমন্ডলে প্রতিযোগীতায় নিজেদের মেধা, শ্রম দিয়ে জায়গা করে নিচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। উজ্জ্বল করছে দেশের ভাবমূর্তি। বিশ্বজয়ী এমন পাঁচজনকে নিয়ে এই লেখা


 সাকিব আল হাসান
 সাকিব আল হাসান ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার।  সময়ের সাথে সাথে সমৃদ্ধি করছে ক্রিকেট রেকর্ড। দলে এসে কিছুদিন ভাল খেলার পর হারিয়ে যাওয়া ছিল বাংলাদেশ ক্রিকেট দলের চিত্র। সেখানে সাকিব আল হাসান দেখিয়ে যাচ্ছেন কিভাবে দীর্ঘ ভাল পারফরম্যান্স এবং দলে ঠিকে থাকা যায়  পাশাপাশি বিশ্ব দরবারে নিজেকে কিভাবে মেলে ধরতে হয়।  শুধু তাই নয়, বর্তমানে তিনি বাংলাদেশের বড় বিজ্ঞাপন।

নাফিস বিন জাফর
নাফিসের জন্ম ঢাকায়। বাবার নাম জাফর বিন বাশার এবং মা নাফিসা জাফর। তিনি অস্কার জয়ী প্রথম বাংলাদেশি। এই পর্যন্ত তিনি দুইবার অস্কার পুরস্কার জিতেছেন। তিনি যুক্তরাষ্ট্রে সফলতার সাথে সফটওয়্যার এবং এনিমেশন বিষয়ে  পেশাগত কাজে নিজেকে নিয়োজিত করেছেন। 


 মাহমুদা সুলতানা
 মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সবচেয়ে কনিষ্ঠ নারীকর্মী মাহমুদা সুলতানা। নাসা তাকে ‘বর্ষসেরা উদ্ভাবক’ ঘোষণা করেছে। পারমাণবিক স্কেল ‘গ্রাফিন’ নিয়ে সৃজনশীলতার স্বাক্ষর রাখায় তিনি এ খেতাব লাভ করেন। নাসার প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাহমুদা সুলতানার বেড়ে ওঠা বাংলাদেশে।

 জাহিদ সবুর
 তিন সপ্তাহে দুই কোটি ব্যবহারকারী জুটিয়ে ফেসবুককে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল গুগল প্লাস বা জি প্লাস। তার নেপথ্যে ছিলেন বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলী জাহিদ সবুর। এর অন্যতম টিম লিডার ছিলেন তিনি। শুরুতে গুগলের ব্যাঙ্গালুরু অফিসে যোগ দিলেও ছয় মাস পর যান ক্যালিফোর্নিয়া অফিসে। বর্তমানে তিনি জুরিখ অফিসে কাজ করছেন।

 জাওয়েদ করিম
 ইউটিউবের তিনজন প্রতিষ্ঠাতার একজন বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়েদ করিম। তার জন্ম জার্মানিতে হলেও বাবা নাইমুল করিম বাঙালি। জাওয়েদ শুধু ইউটিউব নয়, পোর্টেবল ত্রিমাত্রিক গ্রাফিক্স, সলভিং ড্যাড পাজল, থ্রিডি স্প্রিং সিমুলেশন, রোবোটিক ওয়েবক্যাম, রেডিওসিটি ইনজিন, রে-ট্রেসার, লাইফ থ্রিডি, কোয়াক ২ মডেল ভিউয়ারসহ কয়েকটি প্রজেক্টের উদ্ভাবক।

লেখাটি: সংগৃহীত

কোন মন্তব্য নেই