কম্পিউটার দ্রুত স্টার্ট করার ৭ টি উপায়: কোন সফটওয়্যার ছাড়া
কম্পিউটার দ্রুত স্টার্ট করার ৭ টি উপায়:
কোন সফটওয়্যার ছাড়া (১ম পর্ব)
বর্তমান যুগটাকে বলা চলে কম্পিউটারের যুগ। একটা সময় ছিল
কম্পিউটার ব্যবহার ছিল ফ্যাশন কিংবা আভিজাত্য প্রকাশের বিষয়। এখন আভিজাত্য কিংবা
ফ্যাশন নয়, কম্পিউটারের ব্যবহার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কম্পিউটার ব্যবহারকারীদের নিকট
ইউন্ডোজ একটা পরিচিতি নাম। অনেকের ধারণা কম্পিউটারে ইউন্ডোজ ইনস্টল দেয়ার পর যতদিন
যায় কম্পিউটার ধীরে ধীরে স্লো হয়ে যায়। ধারণাটির সাথে আমি একমত নয়। ইউন্ডোজ ইনস্টল
করার ১ মাসের মধ্যেও কম্পিউটার স্লো হতে পারে আবার ১ বছরেও স্পিড কমবে না। বিষয়টি
নির্ভর করে আপনি কম্পিউটার ব্যবহারে কতটুকু সচেতন কিংবা কতটুকু যত্ন নিচ্ছেন।
নিচের সাতটি কৌশল অনুসরণ করলে কম্পিউটারকে গতিশীল রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে
আমার বিশ্বাস।
স্টার্ট প্রোগ্রাম
ডিজেবল করা: কম্পিউটার স্টার্ট করার সময় কিছু প্রোগ্রাম অটোমেটিক চালু হয়ে থাকে। স্টার্টআপ
সার্ভিস হতে প্রোগ্রামগুলো ডিজেবল করে কম্পিউটারের গতি বাড়ানো সম্ভব। ইউন্ডোজ ৭ এর
ক্ষেত্রে :
১. প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করুন।
২. সার্চ বক্সে লিখুন msconfig.exe লিখুন এবং ক্লিক করুন।
৩. Startup ট্যাবে ক্লিক করে অপ্রয়োজনীয় সফটওয়্যার এর বামপাশে
চেকবক্স হতে সঠিক চিহ্ন তুলে দিতে হবে
৪. সবশেষে OK বাটনে ক্লিক করতে হবে।
ইউন্ডোজ ৮, ১০ এর ক্ষেত্রে:
টাস্ক ম্যানেজার থেকে স্টার্টআপ ট্যাবে ক্লিক করতে হবে এবং
এ্যাপ্লিকেশন লিস্ট হতে অপ্রয়োজনীয় প্রোগ্রামের রাইট বাটনে ক্লিক করে ডিজেবল করে
দিন।
ভালো লাগলে লাইক, কমেন্টস করুন। Like, Comments



কোন মন্তব্য নেই