বাংলাদেশের সামনে পাকিস্তানকে টপকানোর সুযোগ
বাংলাদেশের
সামনে পাকিস্তানকে টপকানোর সুযোগ
বাংলাদেশের
সামনে এই প্রথম ওয়ানডে রেটিং পয়েন্টে ম্যাজিক তিন অংক পৌঁছার সুযোগ। অবশ্য এর জন্য
গ্রহণ করতে হবে কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকার মাঠে তাদেরকে করতে হবে বাংলা ওয়াশ।
কাজটি কত কঠিন তা গত বছরের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার সিরিজের পরিসংখ্যান দেখলেই
বুঝতে পারি। তবে একটা সুযোগ থেকেই যায় দক্ষিণ আফ্রিকা কে অন্তুত একটা ম্যাচে হারাতে
পারলেই পাকিস্তানকে অতিক্রম করার সুযোগ থাকবে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট হলো
৯৪, পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯৫। বাংলাদেশ একটি ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট হবে ৯৫।
এর জন্য অবশ্য সমীকরণে শ্রীলংকার সহযোগিতা প্রয়োজন। চলমান শ্রীলংকা-পাকিস্তান সিরিজ
শ্রীলংকা কে পাকিস্তানকে হারাতে হবে ৩-২ ব্যবধানে। তাহলে পাকিস্তানের রেটিং পয়েন্ট
হবে ৯৩। তবে বাংলাদেশ যদি ধবল ধোলাই হয় তাতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে হবে ৯২। তবে
পাকিস্তানকে শ্রীলংকা যদি ৪-১ হারাতে পারে তবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাই
হয়েও পাকিস্তানের উপরে থাকবে।
আইসিসি ওয়ানডে
র্যাঙ্কিং:
দল
|
ম্যাচ
|
পয়েন্ট
|
রেটিং
|
ভারত
|
৫০
|
৫৯৯৩
|
১২০
|
দক্ষিণ আফ্রিকা
|
৫০
|
৫৯৫৭
|
১১৯
|
অস্ট্রেলিয়া
|
৫২
|
৫০৪৮
|
১১৪
|
ইংল্যান্ড
|
৫৪
|
৬১৫৬
|
১১৪
|
নিউজিল্যান্ড
|
৪৬
|
৫১২৩
|
১১১
|
পাকিস্তান
|
৪১
|
৩৮৮৫
|
৯৫
|
বাংলাদেশ
|
৩১
|
২৯০৫
|
৯৪
|
শ্রীলঙ্কা
|
৫৯
|
৫০৮৮
|
৮৬
|
ওয়েস্ট ইন্ডিজ
|
৪০
|
৩০৭৭
|
৭৭
|
আফগানিস্তান
|
৩০
|
১৬১৮
|
৫৪
|
জিম্বাবুয়ে
|
৪১
|
২১২৯
|
৫২
|
আয়ারল্যান্ড
|
২৫
|
১০২৮
|
৪১
|

কোন মন্তব্য নেই