Breaking News

ব্লু হোয়েলঃ আতংকিত না হয়ে সচেতন হোন



ব্লু হোয়েলঃ আতংকিত না হয়ে সচেতন হোন


সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লু হোয়েল নিয়ে উত্তেজনা, কৌতুহল আর আতংক বিরাজ করছে। কী-বোর্ড সৈনিকদের মধ্যে শুরু হয়েছে ব্লু হোয়েল লেখার এক অকল্পনীয় প্রতিযোগিতা। শুনা যাচ্ছে বিশ্বজুড়ে হতাশাগ্রস্থ তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নিচ্ছে ব্লু হোয়েল গেম। কিছুদিন পূর্বে ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করা এক বাংলাদেশী তরুণীর যে খবর ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা মেলেনি। তবুও এ বিষয়ে অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। কৌতুহল থেকে এ ধরণের খেলা শুরু আর শেষ আত্মহত্যার মাধ্যমে। বলা যায় নেশার আধুনিক এক সংস্করণ। এই গেম এ মোট 50 দিনে 50টি ধাপ অতিক্রম করতে হয় একজন খেলোয়ারকে। প্রতিটি ধাপেই দুঃসাহসী কিছু করার চ্যালেঞ্জ দেওয়া হয় যা একজন গেম আসক্তকে মানসিকভাবে অসুস্থ করে। তখন তা আর এটি একটি সাধারণ গেম এর মধ্যে থাকে না। চ্যালেঞ্জ গ্রহণ করার নেশায় আসক্ত হয়ে পড়ে গেম খেলায়াররা। গেমটি সম্পর্কে পাঠকদেরকে ধাপে ধাপ বিবরণ দিয়ে তাদের মনে কৌতুহল সৃষ্টি না করে এখনই সময় সচেতনতা সৃষ্টি করা এবং গুজব/ভূয়া সংবাদে কান না দেয়া।

কোন মন্তব্য নেই