Breaking News

কম্পিউটার দ্রুত স্টার্ট করার কৌশল



কম্পিউটার দ্রুত স্টার্ট করার কৌশল


আপনার ব্যবহৃত কম্পিউটার প্রায় সময় লক্ষ করা যায় স্টার্ট হতে অনেক সময় নেয়। অনেক কম্পিউটার ভাইরাস মুক্ত হলেও দেখা যায় এই সমস্যাটি দেখা দেয়।  চিন্তার কোন কারণ সহজ কিছু কৌশল অবলম্বন করলেই আপনি এই সমস্যা সমাধান করতে পারেন।
সকল প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটার শাটডাউন করলেও কম্পিউটার স্টার্ট করার সময় স্বয়ংক্রিয়ভাবে কিছু প্রোগ্রাম চালু হয়ে যায়। যে কারণে কম্পিউটার স্টার্ট হতে অধিক সময় লাগার কারণ হতে পারে। আপনি হয়ত অজান্তে কিছু প্রোগ্রাম ইনস্টল করার সময় লাঞ্চ এট স্টার্টআপ (Launch at startup) এ সেট করে দেন। এই ক্ষেত্রে প্রোগ্রাম মেন্যুতে গিয়ে অপশনটি বন্ধ করে দিতে পারেন। টেম্পরারি ফাইল নিয়মিত ক্লিয়ার করুন। ডেস্কটপ এ বেশি সাইজের ফাইল না রেখে ডেস্কটপ পরিষ্কার রাখার চেষ্টা করুন।  

কোন মন্তব্য নেই