শুধু চাকুরী কিংবা ফ্যাশন হিসেবে নয় আধুনিক যুগে আধুনিক জীবন যাপনের জন্য কম্পিউটার একটি অপরিহার্য অংশ। কম্পিউটার শিক্ষা ব্যতিত ডিজিটাল যুগে শিক্ষা জীবনকে পূর্ণাঙ্গ বলা যায় না। কম্পিউটার শিক্ষা একদিকে আপনাকে বিশাল পৃথিবীটা এনে দিচ্ছে হাতের মুঠোয় অন্যদিকে চাকুরীর বাজারের প্রতিযোগীতায় আপনার যোগ্যতায় যোগ করছে নতুন মাত্রা।
একটা সময় ছিল মূল্যবান তথ্য সংরক্ষণের জন্য একমাত্র মাধ্যম ছিল কাগজ/খাতা। সময়ের পরিবর্তনের সাথে পাল্টেছে ধারণা। প্রযুক্তি কল্যাণে কাগজ/খাতাকে অবসর দিয়ে তথ্য সংরক্ষণের দায়িত্ব নিচ্ছে প্রযুক্তি। হাজার বছরের ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে একটি কম্পিউটারের মধ্যে। অধিক নিরাপত্তা, নির্ভরযোগ্য, স্বল্প সময়, স্বল্প ব্যয়ে বর্তমান পৃথিবীতে প্রথম পছন্দের জায়গাটি দখল করে নিয়েছে সফটওয়্যার। পেপার লেস অফিস/প্রতিষ্ঠান যুগোপযোগী একটি উদ্যোগ। উন্নত পৃথিবীর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে অফিস/প্রতিষ্ঠানে জ্যামিতিক হারে বেড়ে চলছে কম্পিউটার ব্যবহার।
কোন মন্তব্য নেই