Breaking News

আর্নিং করুন: গ্রাফিক্স শিখুন

আর্নিং করুন: গ্রাফিক্স শিখুন

এডোবি ফটোশপ টিউটোরিয়াল :


প্রাথমিক কিছু কথা:

গ্রাফিক্স শব্দটি এখন বহুল ব্যবহৃত একটি শব্দ। কম্পিউটারে যে সকল সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন মনোরম স্থির এবং চলমান চিত্র তৈরি করা হয়  সে সকল সফটওয়্যারগুলো কে আমরা গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার হিসেবে বিবেচনা করে থাকি। আজ এই সফটওয়্যারের মাধ্যমে ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল ডিজাইন, ইন্টেরিওর ডিজাইন, এডমেকিং, ব্রান্ডিং, লোগো, কার্টুন, ইন্টারেক্টিভ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ওয়েব মিডিয়া, ফটোগ্রাফি, গেম ডিজাইন, ফাইন আর্ট, মোবাইল এ্যাপ ডিজাইন, ইত্যাদি  সেক্টরে অসংখ্য কাজ করা হয়ে থাকে।
ধারণা করা হয়ে থাকে গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ হতে এসেছে। যার অর্থ হলো চিত্র বা রেখা। চিত্র দ্বারা নকশা/ডিজাইন তৈরি করার প্রক্রিয়াকে অথবা ছবি বা ইমজ কিংবা অক্ষর ড্রইং কে আমি গ্রাফিক্স ডিজাইন মনে করি। ইলাস্ট্রেশন, টাইপোগ্রাফি, ব্রান্ডিং, বুক কভার, ব্রসিওর, স্টিকার, বিজ্ঞাপন, সিডি কভার, ডিজিটাল সাইন, ক্যালেন্ডার, মডার্ণ  পেইন্টিং, ওয়েব ডিজাইন, পোস্টার, আইডি কার্ড, ভিজিটিং কার্ড ইত্যাদি।

গ্রাফিক্স ডিজাইনকে আমি দুটি ভাগে বিবেচনা করি
1। প্রিন্ট মিডিয়া
2। প্রিন্ট মিডিয়া

গ্রাফিক্স ডিজাইন শিখতে করণীয়:
শিক্ষা গ্রহণের জন্য যেমন পাঠশালার বিকল্প নেই, তেমনি কম্পিউটারে হাতে কলমে শিক্ষার গ্রহণের জন্যও কম্পিউটার প্রতিষ্ঠানের বিকল্প নেই। যারা যেকোন সমস্যার কারণে এই রকম কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে গিয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণের সুযোগ না হলে হতাশার হওয়ার কিছু নেই। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়। আইসিটি সেক্টরে বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে আছি। সবচেয়ে বড় ওয়েব পোর্টাল এখন আমাদের বাংলাদেশের। দেশের রিমোট এরিয়াতেই এখন ইন্টারনেটের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছেন সরকার। তাই শুধু মাত্র একটি কম্পিউটার/স্মার্ট ফোন এবং একটি মডেম হলেই ইন্টারনেট্ এর মাধ্যমে ইউটিউব, টিউটোরিয়াল সাইটের সাহায্যে কম্পিউটারের যে কোন বিষয়ে প্রাথমিক ধারণা এমনকি এডভান্সড লেভেল এ জ্ঞান অর্জন করে তা পেশাগত কাজে প্রয়োগ করতে পারবেন।

প্রথম পর্ব


এই অধ্যায়ে আপনাদেরকে এডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে water text effect তৈরি করবেন তার একটি বাংলা টিউটোরিয়াল এর লিংক দিলাম। আপনাদের সাড়া পেলে ধারাবাহিক টিউটোরিয়াল পোস্ট করব। এই বিষয়ে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।

এডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে water text effect তৈরি করবেন তার ভিডিউ লিংক: goo.gl/f58GGY

কোন মন্তব্য নেই