লানিং এন্ড আর্নিং
লানিং এন্ড আর্নিং : ঘরে বসে ডলার আয়ের জন্য কোর্স টি করুন সম্পূর্ণ ফ্রি তে
ডিজিটাল
বাংলাদেশ বিনির্মানে দেশে আইসিটি দক্ষ
জনবল গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের বিকল্প উপার্জনের জন্য 50 দিনের 200 ঘন্টার
ফ্রিল্যান্সিং বিষয়ক ট্রেনিং এর উদ্যোগ গ্রহণ করেছে। কোর্স করার জন্য কোন কোর্স
ফি লাগবে। সম্পূর্ণ ফ্রি তে সরকার এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ট্রেনিং সম্ভবত নভেম্বর মাস হতে একযোগে সারা
দেশে শুরু হবে।
যোগ্যতা:
নূন্যতম এইচ.এস.সি পাশ হতে হবে।
কোর্স
সমূহ:
1.
ওয়ব ডিজাইন
2.
ডিজিটাল মার্কেটিং
3.
গ্রাফিক্স ডিজাইন
প্রতিটা কোর্স দুইটি পার্ট করা হয়েছে।
1.
বেসিক 100 ঘন্টা
2.
এ্যাডভান্স 100 ঘন্টা
প্রতিটি কোর্সের সাথে 25 ঘন্টার সফট স্কীল কোর্স
(আউটসোসিং বিষয়ে দক্ষ করে তোলার জন্য লেকচার)। একজন ট্রেইনি একটিমাত্র
কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
কোর্স টি তে অংশগ্রহণের জন্য করণীয়:
http://ledp.ictd.gov.bd এই
লিংক এ রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করার জন্য নিচের চিত্রের লাল এ্যারো চিহ্নের নির্দেশিত
বাটনে ক্লিক করতে হবে।
কোর্স রেজিস্ট্রেশন বাটনে
ক্লিক করলে নিচে প্রদর্শিত চিত্রের অনুরূপ পৃষ্ঠা আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য
পূরণ করে সাবমিট ডাটা বাটনে ক্লিক করতে হবে।
রেজিস্ট্রেশন সম্পূর্ণ পূরণ করার পর মেধা যাচাই এর জন্য কিছু
প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারলে আপনি রেজিস্ট্রেশন এর 1ম ধাপ
উত্তীর্ণ হবেন। 2য় ধাপে জেলা পর্যায় হতে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আবেদনের পর যথাসময়ে
আপনাকে সাক্ষাতকারের জন্য বার্তা পাঠাবেন। সাক্ষাতকারের উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরাই কোর্স সম্পূর্ণ করার সুযোগ পাবেন।



কোন মন্তব্য নেই